নোয়াখালীতে বিরণ প্রজাতির কচ্ছপ উদ্ধার
স্টাফ রিপোর্টার: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গ্লোব বিস্কুট ফ্যাক্টরির সামনে সিটি অটোমোবাইলস এর গাড়ি ওয়াশিং র্যাম্প থেকে একটি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কচ্ছপটি উদ্ধার করেন প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মোবাশে^র হোসেন। জানা গেছে, সকালে সিটি অটোমোবাইলসের কর্মচারীরা গাড়ি ধোয়ার ওয়াশিং র্যাম্প থেকে পানি তুলতে গেলে বিরল প্রজাতির কচ্ছপটি দেখতে পায়। পরে তারা প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মোবাশে^র হোসেনকে জানালে তিনি গিয়ে বিরল প্রজাতির কচ্ছপটি উদ্ধার করেন। মোবাশে^র হোসেন জানান, বিগত দিনে আমরা এমন কচ্ছপ আমাদের এলাকায় দেখিনি। কচ্ছপটি এক নজর দেখার জন্য এলাকার মানুষ প্রতিষ্ঠানের সামনে ভীড় জমায়। বর্তমানে কচ্ছপটি প্রতিষ্ঠানের মেকানিক রিখন চন্দ্র দাসের কাছে সংরক্ষিত রয়েছে।