পিকনিকে গিয়ে ১৩ শিক্ষার্থীর সলিল সমাধি
অনলাইন ডেস্ক : ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড়ে পিকনিকে গিয়ে সমুদ্রে ডুবে ১৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন ছাত্রী এবং তিনজন ছাত্র।
সোমবার মহারাষ্ট্রের রায়গড়ে মুরুদ বিচে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পুনের আবিদা ইনামদার কলেজ থেকে ১১৫ জন ছাত্রছাত্রী মুরুদ বিচে পিকনিক করতে গিয়েছিল। পিকনিক করার ফাকে ১৩ জন ছাত্র-ছাত্রী একটি বোটে করে মাঝ সমুদ্রে বেড়াতে যান।
কিছু দূর যাওয়ার পর হঠাৎ বোটটি উল্টে যায়। এতে সমুদ্রে তলিয়ে যায় ১৩ জন ছাত্রছাত্রী।
এর পর পুলিশ এবং দমকল বাহিনী যৌথভাবে উদ্ধারকাজ শুরু করে ১৩ জনের লাশ উদ্ধার করে।