ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে হবে।
সোমবার ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৬/৭ জুলাই সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। এ দিন রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের প্রধান জামাতের ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন শায়খুল হাদীস মাওলানা সৈয়দ ওয়াহীদুয্যামান।
এদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদ জামাত হবে। সকাল সাড়ে ৭টায় প্রথম জামাত, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায়, পঞ্চম ও শেষ জামাত পৌনে ১১টায় হবে।
পাশাপাশি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় মহানগরীর ৯৩টি ওয়ার্ডে মোট ৪০৪টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে এবং জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় আরো দু’টি পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের শোলাকিয়ায় সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সেখানে ঈদের জামাতের সবল প্রস্তুতি সম্পন্ন হয়ে