নোয়াখালীতে ইমামকে গলাকেটে হত্যা
প্রতিনিধি: নোয়াখালীতে এক মসজিদের ইমামকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার কৃঞ্চরামপুর জামে মসিজদের ইমাম জহিরুল হককের (৫৩) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টায় মসজিদের পাশে ইমামের ঘর থেকে তার লাশটি উদ্ধার করা হয়। তিনি মসাজিদের পাশের বাড়িতে স্বপরিবারে থাকতেন।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন যুগান্তরকে বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ইমামের পরিবারের লোকজন তার কক্ষে গিয়ে গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ রাত ১২দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে তাকে কে বা কারা তাকে হত্যা করল এখন পর্যন্ত তা জানা যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান ওসি।
এ ব্যাপারের রাতেই ইমামের ভাই হেলালউদ্দিন বাদী হয়ে থানায় মামলা করেছেন।