উপ-কমিটির সদস্য নির্বাচিত হলেন জুয়েল
প্রতিনিধি: আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা ও পর্যবেক্ষণ সমন্বয় উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি নুরুল করিম জুয়েল।
আগামী সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে এ উপ-কমিটি ঘোষণা করা হয়।
সাবেক ছাত্রলীগ সহসভাপতি নুরুল করিম জুয়েলের জন্মস্থান নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী। রাজনৈতিক জীবনে তিনি ছাত্রলীগকে নেতৃত্ব দিয়েছেন। তাকে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা ও পর্যবেক্ষণ সমন্বয় উপ-কমিটির সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নোয়াখালীবাসী।