জঙ্গিদের অর্থের উৎস খুঁজে বের করা হবে: আইজিপি
স্টাফ রিপোর্টার: পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন, নিউ জেএমবির শীর্ষনেতা তামিম চৌধুরীসহ অন্যরা নিহত হলেও জঙ্গি বিরোধী অভিযান অব্যাহত থাকবে। এবং তাদের অর্থের খুঁজে বের করা হবে।
সোমবার বিকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দের রাজঘাট এলাকায় দুর্গাপূজা পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, পুলিশের অনেক কাজের পাশাপাশি জঙ্গি বিরোধী অভিযানকে সর্ব্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। যারা জঙ্গিবাদ করে, তাদের কাছে ম্যাসেজ চলে গেছে এদেশে জঙ্গিবাদের কোন ঠাঁই নেই।
তিনি বলেন, দুর্গাপূজা ও আশুরা উদযাপন একই সঙ্গে চলবে। এ উপলক্ষে দেশের সর্বত্র কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমান, সোনারগাঁ থানার ওসি শাহ্ মো. মঞ্জুর কাদেরসহ পুলিশের বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তারা।