রাজধানীতে প্লাস্টিক কারখানায় আগুনে নিহত ৩
রাজধানী ঢাকার ইসলামবাগে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার বিকাল ৪টার দিকে ইসলামবাগের বেড়িবাঁধ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
চকবাজার থানার ওসি শামীমুর রশীদ তালুকদার যুগান্তরকে জানান, প্লাস্টিক কারখানার আগুন নেভানোর পর সেখান থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা একই পরিবারের বলে তিনি জানান।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান যুগান্তরকে জানান, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।