নোয়াখালীতে উদযাপিত হচ্ছে ঈদুফ ফিতর
প্রতিনিধি: ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে নোয়াখালীর নয়টি উপজেলায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। জেলা শহর মাইজদীর কোর্ট মসজিদে সাড়ে ৮ টায় ঈদের প্রধাণ জামাত অনুষ্ঠিত হয়।
এতে নোয়াখালী পুলিশ সুপার ইলিয়াছ শরীফ ও পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লি জামাতে অংশগ্রহণ করে। ঈদের নামাজ শেষে মুনাজাতে নিজ দেশ ও বিশ্বের শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়াও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এএইচ এম ইব্রাহিম, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আয়েশা আলী নিজ নিজ সংসদীয় এলাকায় ঈদের নামাজ শেষে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এদিকে ঈদের জামাতের পর পরেই নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম কার্যালয়ে ফোরামের কর্মকর্তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
নোয়াখালী পুলিশ সুপার ইলিয়াছ শরীফ জানান, সাধারণ মানুষ নির্বিগ্নে ঈদ করতে জেলায় নিরাপত্তা ব্যবস্থা রোজদার করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ন শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।