বেগমগঞ্জের অগ্নিকান্ডের স্থাল পরিদর্শনে ডিসিসহ জনপ্রতিনিধিরা, সহযোগীতার আশ^াস
প্রতিনিধি: বৃহত্তর নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর বেগমগঞ্জের চৌমুহনী স্টেশন রোডে ভয়াবহ অগ্নিকান্ডের স্থল পরিদর্শন করেছেন নোয়াখালী জেলা প্রশাসকসহ জনপ্রতিনিধিরা। শুক্রবার দুপুরে অগ্নিকান্ডের স্থলে ছুটে আসেন নোয়াখালী জেলা প্রশাসক(ডিসি) তন্ময় দাস, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আবু ইউছুফ, বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, চৌমুহনী পৌর মেয়র আক্তার হোসেন ফয়সল, ভারপ্রাপ্ত বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়সারসহ প্রশাসনের বিভিন্নস্থরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। এ সময় জেলা প্রশাসকসহ সবাই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সব রকম সহযোগীতার আশ^াস দেন।
নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস বলেন, আমরা অগ্নিকান্ডের স্থলে গিয়েছি। আগুনে অনেক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা ক্ষতিগ্রস্তদের ও ফায়ার সার্ভিসকে ক্ষয়ক্ষতি নিরুপনের নির্দেশ দিয়েছি। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সব রকম সহযোগীতা করা হবে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান ডিসি তন্ময় দাস।
উল্লেখ্য, শুক্রবার সকালে চৌমুহনীর স্টেশন রোডে ভয়াবহ অগ্নিকান্ডে ৫৮টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। এতে প্রায় শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ব্যবসায়ীরা। তবে ঈদের বন্ধ থাকায় অগুন লাগার বিষয়টি দেরিতে ধরা পড়ে। ফলে ক্ষয়ক্ষতি বেশি হয়।
সাধারণ কয়েকজন ব্যবসায়ী কান্না জড়িত কন্ঠে জানান, অগ্নিকান্ডের ফলে সহায় সম্বল হারিয়ে তারা নিঃস্ব হয়ে গেছেন। অন্য কোন উপায় না থাকায় পরিবার পরিজন নিয়ে দিনাতিপাত করা কঠিন হয়ে পড়বে। এ ক্ষতি কাটিয়ে ওঠা কোন মতেই সম্ভব নয়। তাই তারা সরকারী ভাবে সহযোগীতা কামনা করেন।