বেগমগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত নির্বাহী অফিসারের মত বিনিময়
প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে সাংবাদিকদের নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেগমগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী কমিশনার(ভূমি) মোস্তফা জাবেদ কায়সার উপস্থিত ছিলেন।
এ সময় বাংলাদেশ সাংবাদিক সমিতির মহা-সচিব মোঃ মনিরুজ্জামান চৌধুরী, সিনিয়র সাংবাদিক হরলাল ভৌমিক, নাসির উদ্দিন বাদল, আমিরুল ইসলাম হারুন, নজির উল্যা, মাসুদ পারভেজ, আনোয়ারুল করিম মানিক, মিজানুর রহমান, ইয়াকুব নবী ইমন, তাজুল ইসলাম মানিক, মোঃ জামাল উদ্দিন, মনির হোসেন বাবুসহ অনেকে বক্তব্য রাখেন।
সাংবাদিকরা তাদের বক্তব্যে উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। নবাগত ইউএনও স্বাগত ও সমাপনি বক্তব্যে যে কোন পরিস্থিতিতে সাংবাদিকদের সাথে নিয়ে বেগমগঞ্জ উপজেলার উন্নয়নে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
এর আগে তিনি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংষ্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে পৃথক মতবিনিময় করেন।