জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের মৃত্যুতে নোয়াখালীতে দোয়া মাহফিল ও শোক সভা
প্রতিনিধি : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদদের মৃত্যুতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন করা হয়।
গতকাল সন্ধায় চৌমুহনীর সিঙ্গার রোডের মিঞা বাড়ি জামে মসজিদের এই দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়। এর আগে দলীয় কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির সভাপতি ফজলে এলাহি সোহাগ মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র অহিদ উদ্দিন মুকুল।
বিশেষ অতিথি ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সোহেল, বেগমগঞ্জ উপজেলা সহ-সভাপতি আবু সাঈদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিপনসহ অনেকে।