বেগমগঞ্জে বিশেষ অভিযানে ইউপি মেম্বারসহ গ্রেফতার ১৯, ইয়াবা উদ্ধার
প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে এক ইউপি মেম্বারসহ ১৯ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুন উর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ গত ২৪ ঘন্টায় মাদকসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভূক্ত ১৮ জন আসামীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক উদ্ধার করা হয়। একই সময় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর চৌমুহনীতে অভিযান চালিয়ে শরিফপুর ইউপি মেম্বার জসিম উদ্দিনকে ৪২ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।