নোয়াখালীর সোনাইমুড়ী পৌর মেয়রের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
প্রতিনিধি : নোয়াখালী সোনাইমুড়ী পৌরসভা মেয়র মোতাহের হোসেন মানিক ও তার ড্রাইভারে উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। রোববার দুপুরে পৌরসভার সামনে পৌরসভা পরিবারের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় জানানো হয়. শনিবার বিকেলে পৌরসভার উদ্যোগে মসক নিধন ও পরিস্কার পরিচ্ছিনতা কার্যক্রমের তদারকি করা কালে ডাক বাংলো এলাকার চিহিৃত সন্ত্রাসী সায়েমের নেতৃত্বে মেয়র মোতাহের হোসেন মানিকের উপর হামলা চালানো হয়। হামলার সময় বাধা দেওয়ায় সন্ত্রাসীদের পিটুনিতে মেয়রের ড্রাইভার ও এক কাউন্সিলর আহত হন। বর্তমানে তারা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগেও একাধিক বার সায়েম পৌরসভায় হামলা করে, শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্ট করতে একটি মহল এই হামলার ইন্ধন দিচ্ছেন।
মানববন্ধনে পৌর মেয়রের উপর হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবী জানানো হয়