নোয়াখালীতে পুলিশ কল্যাণ তহবিলের ভাতার চেক বিতরণ
জাতীয় নিশান রিপোর্ট: পুলিশ বাহিনীতে কর্মরত অবস্থায় মৃত্যুরণকারী পুলিশ সদস্যদের পরিবারের অনুকূলে বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল হতে বরাদ্ধকৃত মাসিক ভাতার চেক পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয়েছে। বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের সভা কক্ষে ভাতার চেক তুলে দেন পুলিশ সুপার আলমগীর হোসেন। এ সময় পুলিশ সুপার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জয় দেব নাথসহ মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার আলমগীর হোসেন মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের পরিবারের বিভিন্ন সুবিধা অসুবিধার খোঁজ খবর নেন এবং যে কোন প্রয়োজনে তাদের পাশে থাকবেন বলে জানান।