নোয়াখালীতে সন্ত্রাসী হামলায় এলডিপির সক্রিয় কর্মী আহত
স্টাফ রিপোর্টার: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সন্ত্রাসী হামলায় লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সক্রিয় কর্মী সাজ্জাদুর রহমান(৩৩) আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকালে এই হামলার ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, উপজেলার চৌমুহনী পৌর এলাকার আলীপুর ৩নং ওয়ার্ডের আতাউর রহমানের পুত্র সাজ্জাদুর রহমান কর্নেল অলী আহাম্মদের পার্টি লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সক্রিয় কর্মী। তিনি এলডিপির বিভিন্ন সভা, সমাবেশে সক্রিয় ভাবে অংশ গ্রহন করতেন। কাজ করতেন এলডিপির পক্ষে। এতে তার উপর ক্ষুব্দ হয় ক্ষমতাসীন আওয়ামীলীগের সন্ত্রাসীরা। এর জের ধরে আজ বিকালে তিনি বাড়ি থেকে চৌরাস্তায় বাজার করতে গেলে কিছু সন্ত্রাসী তার উপর হামলা চালিয়ে এলোপাথাড়ি মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাইজদীর একটি হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।