জয়াগ বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন
প্রতিনিধিঃ ধাওয়া, পাল্টা ধাওয়াসহ উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ বহুমুখী উচ্চ বিদ্যালনের ম্যানেজিং কমিটির নির্বাচন রবিবার অনুষ্ঠিত হয়েছে। ে দিনব্যাপী ভোট গ্রহন শেষে সন্ধায় ফলাফল ঘোষনা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ড. মো. মোস্তফা হোসেন।
নির্বাচনে ৮জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। ৮৩৬ জন ভোটারের মধ্যে ৬১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে বিজয়ী অভিভাবক সদস্যরা হলেন, ৩১২ ভোট পেয়ে মহিন উদ্দিন বিকম প্রথম, ২৪৩ ভোট পেয়ে জসিম উদ্দিন পলাশ দ্বীতিয়, ২৩৯ ভোট পেয়ে সফিকুল ইসলাম তৃতীয় ও ২১০ ভোট পেয়ে কামাল হোসেন চতুর্থ হন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার টিনা পাল, ওসি আবদুস সামাদ, জয়াগ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বেলাল হোসেন পাটওয়ারীসহ অনেকে।
এর আগে সকালে নির্বাচন শুরু হয়ে প্রতিদ্বন্ধী প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।