বেগমগঞ্জে বজ্রপাতের আগুনে বসত ঘর পুড়ে চাই
প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের লালপুর গ্রামের মোবারক মিয়ার নতুন বাড়িতে বজ্রপাতে বসত ঘর ভূষ্মিভূত হয়েছে। সোমবার দিবাগত রাতে এই বজ্রপাতের ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, সন্ধায় গুড়িগুড়ি বৃষ্টির সময় মোবারক মিয়ার নতুন বাড়ির পুরাতন বসত ঘরে হঠাৎ বজ্রপাত হয়। এতে আগুন লেগে মূহুর্তের মধ্যে সম্পূর্ন বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে কয়েক লাখ টাকার মালামাল পুড়ে যায়। তবে বজ্রপাতে অগ্নিকান্ডের সময় মোবারক মিয়ার পরিবারের সদস্যরা নতুন ঘরে ছিলো। এতে কোন প্রাণ হানি ঘটেনি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত মোবারক মিয়া জানান, বজ্রপাতের অগ্নিকান্ডে আমার পুরনো ঘরের সব মালামাল পুড়ে গেছে। ভাগ্যভালো ওই সময় আমরা নতুন ঘরে ছিলাম।
এ ব্যাপারে মীরওয়ারিশপুর ইউপি চেয়ারম্যান শাহজাহার সাজুর সাথে আলাপ করলে তিনি বিষয়টি জানেনা বলে জানান।