নোয়াখালীতে দূর্নীতি দমন বিভাগের জেলা কার্যালয়ের নব-নির্মিত ভবন উদ্বোধন
নিশান রিপোর্টার: নোয়াখালীতে দূর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে দূর্নীতি দমন কমিশনের কমিশনার এ,এফ,এম আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ফিতা টেনে ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে নব-নির্মিত ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানদের মধ্যে গণপূত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী চট্টগ্রাম মোসলেহ উদ্দিন আহম্মেদ, দুদক চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মাহমুদ হাসান, নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার আলমগীর হোসেন, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ড. জাফর উল্যাহ, নোয়াখালী পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, নোয়াখালী সমন্বিত দুর্নীত দমন বিভাগের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমসহ জেলা পর্যায়ের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নোয়াখালী জেলার দুর্নীতি প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে গণপূত অধিদপ্তর ৪ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে ১৫২৫৯ বর্গফুট আয়তনে ৩ তলা নতুন ভবনটি তৈরি করা হয়। পরে তিনি ভবনের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।