বেগমগঞ্জের কুতুবপুরে নতুন মসজিদ উদ্বোধন
প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার নিজাম উদ্দিনের বাড়ির সামনে নতুন মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুমার নাজাম আদায়ের মধ্য দিয়ে মসজিদটি উদ্বোধন করা হয়। সাবেক মেম্বার নিজাম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌমুহনীর জামেয়া ইসলামিয়া আরাবিয়ার মোহাদ্দিস হাফেজ মাওলানা মুফতি আবু নোমান। বিশেষ অতিথি ছিলেন ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, সমাজসেবী ইউছুফ আলী ভূঁইয়া, জামাল উদ্দিন, মো: সেলিম, হাফেজ জাফর উল্যাহ স্বপন ও সাংবাদিক ইয়াকুব নবী ইমন প্রমূখ।
সাবেক মেম্বার নিজাম উদ্দিনের বোন শামছুন নাহার তার বাবার বাড়ির পাওনা সব সম্পত্তি মসজিদের নামে ওয়াকফ্ করা দেন। পরে পরবর্তিতের শামছুন নাহার জামে মসজিদ নাম করন করে এলকার সকলের সহযোগীতায় মসজিদটি নির্মাণ করা হয়। এই নতুন মসজিদটি নির্মাণ করায় এলাকার মুসল্লিদের নামাজ পড়া আরো সহজ হবে বলে মনে করছেন স্থানীয়রা। মসজিদটির উন্নয়ন কল্পে সকলের সহযোগীতা অব্যাহত রাখার আহাবন জানান শামছুন নাহারের পরিবারের সদস্যরা।