ঘুর্নিঝড় বুলবুলের প্রভাবে উত্তাল নোয়াখালী উপকূল
প্রতিনিধি: ঘূর্নিঝড় বুলবুলের প্রভাবে উত্তাল রয়েছে নোয়াখালীর মেঘনা উপকূল। বড় বড় ডেউ আচড়ে পড়ছে উপকূলে। আতঙ্ক বিরাজ করছে সর্বত্র। গভীর বঙ্গপসাগর ও নদীতে মাছ ধরার জেলেরা নিরাপদে উপকূলে ফিরে এসেছে। জনসাধারণকে আশ্রয়ন কেন্দ্রে অবস্থান করতে বলা হয়েছে।
এদিকে বুলবুলের প্রভাবে আজ সারা দিন নোয়াখালীতে গুড়িগুড়ি বৃস্টি হচ্ছে। এতে দূর্ভোগের শিকার হচ্ছে খেটে খাওয়া সাধারন মানুষ।
চেয়ারম্যান ঘাট থেকে স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলাম জানান, এখানে সাধারণ ভূমিহীনদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
হাতিয়ার নিঝুমদ্বীপ থেকে ইউপি চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন জানান, সকাল থেকেই এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষকে আমরা আশ্রায়কেন্দ্রে নিয়ে এসেছি। প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের সাথে আমাদের যোগাযোগ রয়েছে।
শুক্রবার সন্ধায় নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস জানান, দূর্যোগ মোকাবেলায় জেলায় ৪১৬টি সেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। উপকূলীয় উপজেলা হাতিয়া, সুবর্নচর ও কোম্পানীগঞ্জের সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক থাকতে বলা হয়েছে।