সোনাইমুড়ীতে মাঠ থেকে এলডিপি নেতার লাশ উদ্ধার
সোনাইমুড়ী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে আমজাদ হোসেন নামের এলডিপি কর্মী খুন হয়েছেন। গতকাল ১৩ মার্চ উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কেশাবপুর গ্রামের একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আমজাদ আমিশাপাড়া ইউনিয়নের কেশাবপুর গ্রামের আতর আলী জমাদার বাড়ির নুরুল ইসলামের ছেলে।
জানা গেছে, ১২ মার্চ আমজাদ নিখোঁজ হয়। পর দিন ১৩ মার্চ বাড়ির পাশের একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিহত আমজাদ এলডিপির একজন সক্রিয় নেতা ছিলেন। বিরোধী দলের আন্দোলন থামানোর জন্যই শাসকদল আওয়ামীলীগের ক্যাডাররা আমাজদকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
সোনাইমুড়ী থানার ওসি জানান, কেশাবপুর গ্রামের মাঠে একজনের মৃত দেহ পাওয়ার খবর আমরা পেয়েছি। কি ভাবে সে মারা গেছে তা এখনো বলা যাচ্ছেনা।