হিজড়া ও সূচী সম্প্রদায়ের মাঝে চৌমুহনী পৌর মেয়রের কম্বল বিতরন
প্রতিনিধি: নোয়াখালীর চৌমুহনী পৌর মেয়র আক্তার হোসেন ফয়সল পৌর এলাকায় বসবাসরত হিজড়া ও সূচী সম্প্রদায়ের ৫০টি পরিবারের মাঝে কম্বল বিতরন করেছেন। বুধবার বিকালে পৌর কাযালয়ে এই কম্বল বিতরণ করা হয়।
এ সময় পৌর সবিচ কাউয়ুর উদ্দিন, কাউন্সিলর নুরুল ইসলাম বাবুল, বাহার উল্যাসহ পৌর কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
কম্বল বিতরন কালে মেয়র ফয়সল সকলের উদ্দেশ্যে বলেন, হিজড়ারাও আমাদের মতো মানুষ, তাদের সমস্যা দেখার দায়িত্ব আমাদের, সমাজে কেউ যেন তাদের ছোট করে না দেখেন। একই ভাবে সূচী সম্প্রদায়ের সকল সমস্যা নিরসনে তিনি সব সময় পাশে থাকার আশ্বাস দেন।