বেগমগঞ্জে নরেন্দ্র মোদি বিরোধী বিক্ষোভ সমাবেশ
এ সময় ভারতের মুসলমানসহ বিশ্ব মুসলমানদের জন্য বিশেষ মুনাজাত করা হয়। এর আগে মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা সাখাওয়াত হোসাইন। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা আব্দুর রহিম শাকের, মাওলানা বেলাল হোসাইন, মাওলানা মোরশেদ আলম মাসুম সহ অনেকে।
এ সময় বক্তারা বলেন, মুসলমানদের রক্তখোকে কশাই খ্যাত ভারতের সাম্পদায়িক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অসাম্প্রদায়িক বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবেনা। বিষয়টি সরকারকে বিবেচনার জন্য আহবান জানানো হয়। না হয় কঠোর হুশিয়ারী উচ্চারন করেন বক্তারা।