বেগমগঞ্জে ৫৮০০পিস ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বেগমগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৫৫০০পিস ইয়াবাসহ ১মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে বেগমগঞ্জ মডেল থানার এসআই জসিমের নেতৃত্বে উপজেলার জমিদারহাট বাজারে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নেয়ামত উল্যাহ চৌমুহনী পৌরসভার হাজীপুর গ্রামের সর্দার বাড়ির বাচ্ছু মিয়ার পুত্র। এ সময় তার কাছ থেকে ৫৮০০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এবং তিনি বলেন গ্রেফতারকৃত নেয়ামত উল্যাহ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মাদকের ব্যবসা করে আসছে। তার কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য আনুমানিক ১৭লাখ টাকা হবে।#