নোয়াখালীতে করোনায় ইতালী ফেরত যুবকের মৃত্যু
প্রতিনিধি: নোয়াখালীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালী ফেরত যুবকের মৃত্যু হয়েছে। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে নিহত সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের পশ্চিম চাঁদপুর গ্রামের ইতালী ফেরত নিহত মোরশেদ আলমের শরীরে করোনা ভাইরাস পজেটিভ সনাক্ত হয়েছে। এর পর নিহত মোরশেদ আলমের পরিবারের সদস্যসহ ২৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
শনিবার দুপুরে সিভিল সার্জন ডা: মমিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সোনাইমুড়ীর ইতালী ফেরত যুবক মোরশেদ ঢাকায় নিহত হওয়ার পর লাশ কুর্মিটোলা হাসপাতালে রেখে করোনা পরীক্ষার জন্য আইইডিসিআরে নমুনা পাঠানো হয়। শনিবার দুপুরে সেই রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছায়। রিপোর্টে তার শরীরে করোনা ভাইরাসের আলামত পাওয়া গেছে।
নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস জানান, সোনাইমুড়ীর ওই যুবকের সংস্পর্শে আসা সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেয়া হয়েছে। এর আগে আমাদের জেলা থেকে ৭৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলেও সবার রিপোর্টই নেকেটিভ এসেছে। লগডাউন চলছে। আশা করি আমরা এর সুফল পাবো। তিনি সবাইকে সরকারী নির্দেশনা মেনে বাড়ি ঘরে থাকার আহবান জানান।