সমাজের অসহায়দের পাশে মানিক
প্রতিনিধি: করোনা ভাইরাসের সংক্রমন রোধে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে কর্মহীন, হত-দরিদ্র মানুষের সরকারের পাশাপাশি কাজ করছে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এ সময়ে হতদরিদ্র নিন্ম আয়ের মানুষ ও দিনমজুররা বেকায়দায় পড়েন। তাদের সেই কষ্টের কতা চিন্তা করে অসহায় এসব মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান তমা গ্রুপের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক। সরকারের ঘোষনার পর থেকেই আতাউর রহমান ভূঁইয়া মানিকের পক্ষ থেকে নোয়াখালীর সেনবাগ-সোনাইমুড়ী এলাকার সাধারণ মানুষের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সহায়তা ও ত্রান সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।
এক প্রতিক্রিয়ায় আতাউর রহমান ভূঁইয়া মানিক জানান, মরনব্যাধী করোনা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে সরকার নানা উদ্যোগ গ্রহন করেছে। সরকারের পাশাপাশি আমাদের সবাইকে সমাজের অহসায়দের পাশে দাঁড়ানো উচিৎ। করোনা পরিস্থিতির যতদিন উন্নতি না হবে ততদিন সমাজের দু:স্থ ও অসহায়দের পাশে থাকবেন বলে জানান আতাউর রহমান ভূঁইয়া মানিক।