বেগমগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৩
প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২০পিস ইয়াবা ও ২০পুরিয়া গাঁজাসহ ৩মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্প্রতিবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ চৌমুহনী পৌরসভাস্থ আলীপুর গ্রামে অভিযান পরিচালনা করে ৩মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-আলীপুর গ্রামের মৃত বদিউজ্জামানের পুত্র মো: সোহেল(৪২), একই গ্রামের মো: সোহেলর স্ত্রী মারজাহান আক্তার মুন্নী(৩০) ও লক্ষ্মীনারায়নপুর গ্রামের হারুনুর রশিদের পুত্র বেলায়েত হোসেন সবুজ(৩৮)। এ সময় তাদের কাছ থেকে ১২০পিস ইয়াবা ও ২০পুরিয়া গাঁজাও মাদকদ্রব্য বিক্রয়লব্দ নগদ ১২৭০০টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্ততি চলছে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ওসি আবুল খায়ের তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।#