ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে সওদাগর পাড়া স্পোর্টিং ক্লাবের আত্বপ্রকাশ
জাহাঙ্গীর আলম: বুধবার পবিত্র শবে কদর উপলক্ষে দিন ব্যাপী সেবারহাট থেকে দেড় কিলোমিটার দক্ষিণে নূরানী পোলের গোড়া পর্যন্ত হতদরিদ্রের মাঝে ইদ সামগ্রী বিতরণ করেছেন সওদাগর পাড়া স্পোর্টিং ক্লাব। তারই সাথে সাথে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন সওদাগর পাড়া স্পোর্টিং ক্লাব।
সেবারহাট পশ্চিম বাজার থেকে নূরানী পোলের গোড়া একদল তরুন-যুবকের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে সওদাগর পাড়া স্পোর্টিং ক্লাব। এলাকার গরীব দুঃখীদের সেবায় নিজেদের নিয়োজিত করাই সওদাগর পাড়া স্পোর্টিং ক্লাবের সদস্যদের মূল লক্ষ্য। আবুল কালাম আজাদ, রাশেদ চৌধুরী রিবু, সালাউদ্দিন সানি, রায়হান চৌধুরী, মোঃ শাহীন, এম কে সেলিম, ওমর ফারুক, সোহাগ ভাণ্ডারী, জহিরুল ইসলাম সুজন, হাফিজুল্লাহ জুলাস, রিয়াদ মিয়াজী, মেহেরাজ হোসেন, কবির হোসেন স্বজীব, রিফাত সওদাগর, জসিম, মনির, পিয়াস, রনি, নবী , এমাম, জিয়া, শহীদ , নাসেরসহ প্রমুখের মনোনিবেশে প্রতিষ্ঠিত হয় সদ্য এই স্বেচ্ছাসেবী সংগঠন।