এসএসসি উত্তীর্ণ মাইশার স্বপ্ন মানুষের সেবা করা
নিশান রিপোর্টার: মাইশা রহমান তিথি এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। মাইশার স্বপ্ন পড়াশুনা শেষে বড় হয়ে মানুষের সেবা করার। এ জন্য সবার কাছে দোয়া চেয়েছে তিথি। মাইশা রহমান তিথি বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভি ও অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ টোয়েন্টিফোরের নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান ও গৃহিনী তাপসী রাবেয়া দম্পতির বড় মেয়ে। চলতি বছর কুমিল্লা বোর্ডের অধীনে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে তিথি। তাঁর প্রাপ্ত মোট নাম্বার ১১১৭। শিক্ষা জীবনের শুরুতে তিথি বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি ছাত্রী ছিল।