নোয়াখালী জেলা জামায়াতের সম্পাদকসহ গ্রেফতার ২
স্টাফ রিপোর্টার: নোয়াখালী পৌর সভায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জেলা জামায়াতের সেক্রেটারী নিজাম উদ্দিন ফারুককে গ্রেপ্তার করেছে সুধারাম থানা পুলিশ। শনিবার ভোরে নোয়াখালী পৌরসভার আল ফারুক স্কুলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে,সুবর্ণচর উপজেলায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের আমীর মাওলানা জামাল উদ্দিনকে গ্রেফতার করেছে চরজব্বার থানা পুলিশ। শনিবার সকাল ১১টার সময় সুবর্ণচর উপজেলার খাসের হাট বাজার তার ব্যাবসায়িক প্রতিষ্ঠান ফার্স্ট কালেকশন থেকে তাকে আটক করা হয় । সুধারাম থানার (ওসি) তদন্ত সাহেদ উদ্দিন জেলা জামায়াতের সেক্রেটারী নিজাম উদ্দিন ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে সুধারাম থানায় নাশকতার একাধিক মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে। এব্যাপারে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে গ্রেফতারের পরপর নোয়াখালী জেলা জজ আদালতে প্রেরণ করা হয়েছে।