বেগমগঞ্জে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন
প্রতিনিধি: নোয়াখালীর বেগমমগঞ্জে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। সকালে চৌমুহনী পৌর এলাকার আলীপুরে এই কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ওমর ফারুক বাদশা। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেজাউল করিম ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষীকি “মুজিব বর্ষ” উদযাপন উপলক্ষে উপজেলা ভিত্তিক বৃক্ষের চারা রোপন কর্মসূচীর অংশ হিসেবে এই বৃক্ষ রোপন কর্মসূচীর আয়োজন করে বেগমগঞ্জ উপজেলা কৃষি অফিস।