ঢাকার সুত্রাপুরে এলডিপি নেতার বাসায় হামলা, ভাংচুর, হত্যার হুমকি
বিশেষ সংবাদদাতা: ঢাকার সুত্রাপুর থানার প্রতাপ দাস লেনে রবিবার লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) কর্মী মো: রিয়াদ চৌধুরীর বাসায় হামলা করেছে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সন্ত্রাসীরা। সরকার দলীয় নেতা-কর্মীদের হামলার কারণে বিরোধী দল এলডিপি’র নেতা-কর্মীরা বাসাবাড়ী ছেড়ে অন্যত্র বসবাস করছে। হামলা-মামলার ভয়ে তাদের পরিবারের মাঝে আতঙ্ক বিরাজ করছে, তারা এ অবস্থায় দিন অতিবাহিত করছে। চিহ্নিত হামলা কারীদেরকে পুলিশ আটক করেনি।
প্রত্যক্ষদর্শীর বিবরনে জানা যায়, ২০ সেপ্টেম্বর ২০২০ তারিখ রবিবার ঢাকার সুত্রাপুর থানার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বে”্ছাসেবক লীগ সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে ঢাকার সুত্রাপুর থানার প্রতাপ দাস লেনে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) কর্মী মো: রিয়াদ চৌধুরীর বাসায় অ¯্রসশ্রে সজ্জিত হয়ে মো: রিয়াদ চৌধুরীরকে খুঁজতে তার বাসায় যায়। এসময় তারা মো: রিয়াদ চৌধুরী কে না পেয়ে তার মা,বোন ও ভাইয়ের উপর হামলা এবং মারধর করে। সন্ত্রাসীরা তার ঘরে থাকা আলমারী, চেয়ার, টেবিল, সোফা, কাঁচের ব্যবহারিক জিনিষ পত্র ভাংচুর করে। আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সন্ত্রাসীরা মো: রিয়াদ চৌধুরী কে যেখানে পাবে সেখানে হত্যা করবে বলে তার পরিবারকে হুমকি দিয়ে যায়। রিয়াদ চৌধুরীর পরিবারের লোকজন তাদের নিরাপত্তার জন্য ঢাকার সুত্রাপুর থানায় মামলা করতে গেলে পুলিশ তাদের মামলা গ্রহণ করেনি।
উল্লেখ্য, সরকার দলীয় সন্ত্রসীরা এর আগে একাধিক বার এলডিপি কর্মী মো: রিয়াদ চৌধুরী উপর হামলা করে। এক পর্যায়ে প্রাণ ভয়ে সে বাধ্য হয়ে দেশ ত্যাগ করে।