নোয়াখালীতে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
স্টাফ রিপোর্টার : “সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল ৩ ডিসেম্বর নোয়াখালীতে জাতীয় ও আন্তজার্তিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এউপলক্ষে জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে সকালে এ বনাঢ্য র্যালী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক তন্ময় দাসের নেতৃর্ত্বে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমী হল রুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আইয়ুব খানের সভাপতিত্বে ও জেলা প্রবিশন অফিসার ফেরদাউস আলম পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতি: জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো, তারিকুল ইসলাম।
এছাড়াও আরো বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ কাজী রফিক উল্যা, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম জিএস, সোনাইমুড়ী অন্ধকল্যাণ সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার ভূইয়া , প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কলসালটেন্ট ডা. দেলোয়ার হোসেন ,এনরাশের প্রধান নির্বাহী আবুল হাশেম ,চৌমুহনী পৌর কাউন্সিলর প্রতিভা রানী,এনজিও নেত্রী রাশেদা পারভিন কুসুম। নোয়াখালী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি আবু আবদুল্লা প্রমুখ। শেষে ১০জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ ও চিত্রাকংন প্রতিযোগীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।