সোনাইমুড়ীতে সন্ত্রাসী হামলায় এলডিপির সক্রিয় সদস্য গুরুতর আহত
বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ৪ নং বারগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ড (হোসেনপুর পশ্চিম-দৌলতপুর) এর সক্রিয় সদস্য মো: শহিদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে কেন্দ্র করে ১৫ ডিসেম্বর ২০১৫ খ্রীষ্টাব্দে আনুমানিক দুপুর ২ টার দিকে এলডিপির প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদের ছবি সম্বলিত দলীয় পোস্টার লাগানোর সময় উপজেলার ৪ নং বারগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ড (হোসেনপুর পশ্চিম-দৌলতপুর) এর সক্রিয় সদস্য মো: শহিদুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে স্থানীয় আওয়ামীলীগ ক্যাডার জুয়েলের নেতৃত্বে ৫/৬ জনের একটি দল হকস্টিক, বাঁেশর লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্রে-স্বশ্রে সজ্জি¦ত হয়ে অর্তকিত হামলা চালায়। এসময় আওয়ামীলীগ ক্যাডারদের উপর্যপুরি আঘাতের ফলে শহিদুল ইসলামের ডান হাতের আঙ্গুলের একটি নখ ঘটনাস্থলেই পড়ে যায় এবং তার বাম পায়ের হাটুতে এবং মাথায় মারাত্মক আঘাত পায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলে মো: শহিদুল ইসলাম। শহিদুলের বন্ধু সাইফুল তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় দি ল্যাব এইড হাসপাতালে ভর্তি করে।
উল্লেখ্য মো: শহিদুল ইসলাম দীর্ঘদিন থেকে এলডিপির রাজনীতির সাথে জড়িত। দলীয় প্রচার,প্রচারণা,মিছিল-মিটিং এ সক্রিয় ভাবে সে অংশ গ্রহণ করতো। এতে অল্প সময়ে সে সকলের কাছে জনপ্রিয় মুখ হয়ে উঠে। এতে ক্ষীপ্ত হয়ে ক্ষমতাসীন দলের ক্যাডাররা মো: শহিদুল ইসলামের উপর হামলা চালায়।