হাতিয়ায় মডেল মসজিদ নির্মান কাজের উদ্বোধন
নিশান রিপোর্টার: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় মডেল মসজিদ নির্মান কাজ উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া আয়োজন করা হয়। শুক্রবার দুপুরে উপজেলা সদরের ওছখালীতে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ আলহাজ্ব মোহাম্মদ আলী। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মসজিদ ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোরর্শেদ লিটন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মহি উদ্দিন আহমেদ, পৌর মেয়র এ কে এম ইউছুপ আলী। এ সময় অন্যান্যদের মধ্যে রাখেন নবনির্বাচিত মেয়র কে এম ওবায়েদ উল্ল্যাহ বিপ্লব, গনপুর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ ইমদাদুল হক, মাওঃ ইলিয়াছ, মাওঃ নাজিম উদ্দিন, মাওঃ আবু ছায়েদ, মাওঃ মোছলেহ উদ্দিন, মুফতি মোস্তফা আল কাশেমী, মাওঃ আব্দুল গফুর ও সেচ্ছাসেবক লীগ সভাপতি মহি উদ্দিন মুহিন প্রমখ। অর্থ মন্ত্রনালয়ের অধীনে গনপুর্ত বিভাগের তত্বাবধানে ১৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যায়ে উক্ত মডেল মসজিদে নির্মান কাজ চলছে। চার তলা বিশিষ্ট এই মসজিদে মিনারের উচ্চতা ৯৫ ফুট এবং ফ্লোরে দেয়া হবে মার্বেল পাথর। অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু নামাজ আদায় নয় মসজিদ হবে গভেষনা, ইসলামিক সাংষ্কৃতিক ও জ্ঞান র্চ্চাকেন্দ্র।