কুয়েতে সড়ক দূর্ঘটনায় সেনবাগের জুলহাসের বাড়িতে শোকের মাতম
নিশান ডেক্স: কুয়েতে চাকুরী শেষে বাসায় ফেরার পথে সড়ক দূর্ঘটনায় সেনবাগের কাদরা ইউপির পুরষ্কর গ্রামের জুলহাস(২৭) নামে এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহত জুলহাস ওই গ্রামের মৃত আবুল হাশেমের পুত্র। নিহতের স্বজন বিপ্লব জানান, বৃহস্পতিবার বিকেলে বাসায় ফেরার পথে জুলহাস রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি গাড়ী চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এক বছর আগে তার কুয়েত প্রবাসী বড়ভাই পলাশ জুলহাসকে কুয়েতে নিয়ে আসেন। এ খবর দেশের বাড়ীতে পৌঁছলে স্বজনসহ পরিবারে চলছে শোকের মাতম। ব্যক্তি জীবনে জুলহাস অবিবাহিত ছিলেন। কুয়েতে আইনী জটিলতা শেষে তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।