পরিদর্শক সুমনের নেতৃত্বে ভাষানচরে পরিবার পরিকল্পনা সেবা
নিশান রিপোর্টার: নোয়াখালী ভাষানচরে পরিবার পরিকল্পনা বিভাগের মাধ্যমে রোহিঙ্গাদের পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন চিকিৎসা সেবা চালু করা হয়েছে। চলতি মাসের প্রথম থেকে পরিবার পরিকল্পনা বিভাগের বেগমগঞ্জ ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ ফজলুর রহমান সুমনের নেতৃত্বে হাতিয়ার পরিবার কল্যাণ পরিদর্শিকা রাহেলা আক্তার, বুড়িরচর ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী সেলিনা সুলতানার সাথে সরকারি বেতনভুক্ত ৫ জন স্বেচ্ছাসেবী ও একজন আয়া এই টিম ভাষানচরে রোহিঙ্গাদের সেবা দিয়ে যাচ্ছেন।
পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ ফজলুর রহমান সুমন জানান, ভাসানচরে প্রতিনিয়ত যেসব নতুন রোহিঙ্গা আসছে আমাদের পরিকল্পনা বিভাগের কর্মীগনের মাধ্যমে আমরা তাদের দম্পতি রেজিস্ট্রেশন করে থাকি। সাথে সাথে তাদের বিভিন্ন পদ্ধতি যেমন খাবার বড়ি, কনডম, ইনজেকটেবল দেওয়া হচ্ছে এবং হাসপাতালে আমাদের পরিবার কল্যাণ পরিদর্শিকার মাধ্যমে গর্ভবতী, মা ও শিশু স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে। হাসপাতালে মা ও শিশু স্বাস্থ্য সেবার পাশাপাশ, সাধারণ রোগীদেরকেও ওষুধ পত্র দেওয়া হচ্ছে। পরিবার কল্যাণ সহকারী ও স্বেচ্ছাসেবীদের মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে পরিবার পরিকল্পনা বিভাগের সেবা পৌঁছে দেয়া হচ্ছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।