কবিরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস
কবিরহাট প্রতিনিধি: ‘আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই” এই বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায়ও পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। রবিবার সকাল ১০টায় কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি উদ্বোধন করেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি ) মোঃ আক্তারুজ্জামান । পরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ওহিদুজ্জামানের সভাপতিত্বে সততা সংঘের সদস্য ও শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। সকাল সাড়ে ১০টায় কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয় থেকে দুর্নীতি বিরোধী র্যালী বের হয়ে কবিরহাট বাজার প্রদক্ষিন করে স্কুলে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও কলকাতা টিভি নোয়াখালীর স্টাফ রির্পোটার সাংবাদিক এ আর আজাদ সোহেল, প্রতিরোধ কমিটির সদস্য সায়েরা বেগম, সদস্য জিল্লুর রহমান, কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলাউদ্দিন, সহকারী শিক্ষক শেখ মোঃ ইব্রাহিম,সাংবাদিক আবদুল্লাহ রানা সহ প্রতিরোধ কমিটির সদস্য, সততা সংঘের সদস্য ও স্কুল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।