আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে সেনবাগে শোভাযাত্রা
সেনবাগ প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। রোববার সকাল সাড়ে ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদার। এরপর সেনবাগ উপজেলার পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রটি সেনবাগ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে দুনীতি দমন প্রতিরোধ আন্দোলন(দুদকে’র) সভাপতি অধ্যক্ষ সহিদুল আলমের সভাপতিত্বে ও সম্পাদক মাষ্টার ওয়াজি উল্যার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রক্তিম চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আলহাজ্ব এম দলিলুর রহমান, জেলা পরিষদ সদস্যা রেজিয়া আক্তার বকুল, শিক্ষক সমিতির সভাপতি আবদুস ছাত্তার ,সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল, শিক্ষক রোকেয়া বেগম প্রমূখ। অনুষ্ঠানে বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষিকা,সাংবাদিক, ছাত্র,ছাত্রী সহ দুদকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।