নোয়াখালীতে দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত
স্টাফ রিপোর্টার: ”আসুন জাতীয় উন্নয়নের স্বার্থে দূর্নীতির বিরুদ্ধে এক হই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে দূর্নীতি প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও দূর্নীতি দমন কমিশন জেলা সমন্বিত কার্যালয়ের আয়োজনে এক আলোচসনা সভা অনুষ্ঠিত হয়। দূর্নীতি দমন কমিশন জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক জানে আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তম্ময় দাস, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ইলিয়াস শরীফ, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কাজী মোহাম্মদ রফিক উল্যাহ প্রমূখ।