সেনবাগে জামায়াত নেতা টিপু গ্রেফতার
সেনবাগ প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে জামায়াত নেতা ইকবাল হোসেন টিপুকে গ্রেফতার করেছে। শুক্রবার সকাল ১১টারদিকে উপজেলা সেবারহাট বাজারস্থ তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান বিসমিল্লাহ ইলোকট্রনিক্স থেকে তাকে গ্রেফতার করে। টিপু সেনবাগ উপজেলা কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর ১নং ওয়ার্ডের নুরুল হক মোক্তারের ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান জানায়-তার সম্প্রতি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অন্তঘাত মুলক কর্মকান্ডে গোাপন বৈঠকের অভিযোগে দায়ের কৃত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে নোয়াখালী বিচারিক আ্দালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে