সোনাইমুড়ীর আমিশাপাড়ায় নৌকার কেন্দ্র কমিটির বৈঠক
সোনাইমুড়ী প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এইচএম ইব্রাহিম মঙ্গলবার দিনব্যাপী সোনাইমুড়ীর আমিশাপাড়ার সকল কেন্দ্রে নৌকা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির সাথে বৈঠক করেন।
বৈঠকের প্রধান অতিথি এইচএম ইব্রাহিম বলেন, আওয়ামীলীগকে নির্বাচিত করার জন্য কেন্দ্র কমিটির প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নির্বাচনে বিজয় নিশ্চিত হওয়া পর্যন্ত সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্ঠা থাকলে আমরা বিপুল ভোটে বিজয়ী হবো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মুজাহিদুল ইসলাম কিং মোজাম্মেল, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা শাহ আলম, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগ উপদেষ্টা মোহাম্মদ জসিম উদ্দিন, আমিশাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি পারভেজ আলম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ইউনিয়ন যুবলীগ সভাপতি বেলায়েত হোসেন সুমন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সুমন সহ দলীয় নেতৃবৃন্দ।