পথ সভা যখন জনসমূদ্র
হাতিয়া প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আয়েশা ফেরদৌস নির্বাচনী পথসভা রূপ নেয় বিশাল জনসমূদ্রে। মঙ্গলবার বিকেলে হাতিয়া নলচিরা ঘাটে পৌঁছলে সেখানে অপেক্ষমান নেতাকর্মীরা তাকে সংবর্ধনা জানান। পরে এক বিশাল গাড়ি বহর নিয়ে তিনি ওছখালী উপজেলা সদরে গিয়ে পথ সভায় যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, সাবেক সংসদ সদস্য অধ্যাপক ওয়ালী উল্লা, হাতিয়া পৌরসভার মেয়র ইউসুফ আলী, আওয়ামীলীগ নেতা মহি উদ্দিন আহমদসহ অন্যান্য নেতৃত্ববৃন্দগণ।