ফেনীতে বাস চাপায় দুই ভাই নিহত
ফেনী প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে বাস-মোটর সাইকেল মুখোমুখী সংঘর্ষে দুই সহোদর নিহত হয়েছেন। শুক্রবার বিকাল ৩ টার দিকে মহাসড়কের ফেনী মহিপাল হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, মোটর সাইকেলটি উল্টোপথে চলে আসলে চট্টগ্রামগামী এসকে পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয় অপর আহত একজনকে ফেনী জেলা সদর হাসপাতালে নেয়া হলে তার অবস্থা আশঙ্খা জনক হওয়ায় দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়। নিহত দুই সহোদর ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের উত্তর ছনুয়া গ্রামের বাসিন্দা। নিহত একজন ছনুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নুর মোহাম্মদ মুন্সী। তাৎক্ষনিক অপরজনের নাম জানা যায়নি। মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আবদুল আউয়াল দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।