স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি ও স্বাভাবিক জীবন যাপনের জন্য ৩০তারিখে ধানের র্শীর্ষে ভোট দিন
স্টাফ রিপোর্টার: ঐক্যফ্রন্ট সম্বনয়কারী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যা বুলু বলেছেন, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি ও স্বাভাবিত জীব যাপনের জন্য ৩০শে ডিসেম্বর ধানের র্শীর্ষে ভোট দিন। তিনি আরো বলেন, আমাদের অনেক নেতাকর্মী মা –বাবা পরিবারের সাথে দেখতে পারে না। বিদেশ থেকে দেশে এসে ঢাকা -চট্রগ্রামে মা-বাবা পরিবারের সাথে দেখা করে, আবার বিদেশ চলে যায়। সকল অন্যায় ও ব্যবসা বানিজ্য চাকুরী বাকরীসহ-সব কিছুর স্বাভাবিক ভাবে পেতে বা মুক্তির জন্য সুস্থ্য স্বাভাবিক জীব যাপনের জন্য, ৩০ তারিখে সারা বাংলাদেশে ধানের র্শীর্ষে ভোট দিয়ে এ স্বৈরচার সরকারে পতন গঠিয়ে, আমি আবার আমার স্বাভাবিক জীবনে ফিরে যাব। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর বাড়িতে পৌরসভা বিএনপির সভাপতি জহির উদ্দিনের সভাপতিত্বে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ অংগ সংগঠনের নেতাকর্মীদের যৌথকর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। তিনি বলেন, বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়া মুক্তি, দেশের গনতন্ত্র ফিরে আনতে, জনগনের ভোটাধিকার নিশ্চিতসহ ৭দফা দাবীতের আনোলনের অংশ হিসেবে একাদশ জাতীয় সংসদ নিবার্চনে বিএনপির অংশ গ্রহন করছে। এ সময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য উপজেলা সভাপতি এড. আবদুর রহিম, শাহ আবদুল্যাহ আল বাকী, মোরশেদুল আমিন ফয়সল, হুমায়ুন কবির, এড. আবদুর রহমান চুন্নু, জেলা যুবদলে সভাপতি মন্জুরুল আজীম সুমন, সামছুর তীরবিজ স্বপন, রুস্তম ্ আলী প্রমূখ।