উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন-এইচএম ইব্রাহীম
সোনাইমুড়ী প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ সরকার গঠন করবে, শেখ হাসিনা আবারো বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, এ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, এ ধাারা অব্যাহত রাখতে নৌকা মার্কার বিকল্প নেই। আওয়ামীলীগকে নির্বাচিত করার জন্য কেন্দ্র কমিটির প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এইচএম ইব্রাহীম বুধবার সকালে পাপুয়া কেন্দ্রে নৌকা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির সাথে বৈঠক কালে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগ সভাপতি মমিনুল ইসলাম বাকের, সহ সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার, জেলা আওয়ামীলীগ সদস্য ভিপি নূরুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সদস্য সামছুল হক মিয়া, সোনাইমুড়ী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস জাকির হোসেন লাতু, পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক হাফেজ আবু বকর সিদ্দিক দুলাল, উপজেলা যুবলীগ আহ্বায়ক খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক ইয়াছিন ভূঁইয়া, এস এম তৌহিদ হাজারী, দেলোয়ার হোসেন রুবেল, যুবলীগনেতা নিজাম উদ্দিন নান্নু, সদস্য নাসির উদ্দিন হিরন পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মোঃ রায়হান, বর্তমান সভাপতি দেলোয়ার হোসেন সুজন, আওয়ামীলীগ নেতা রতন ভূঁইয়া, শিহাব উদ্দিন ভূঁইয়া, মোফাজ্জল হোসেন ভূঁইয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।