বিকল্প কেউ এবার ক্ষমতায় আসলে দেশে একদিনে রক্তের বন্যা বইয়ে যাবে-ওবায়দুল কাদের
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের রাজনীতি দুটি ধারায় বিভক্ত। একটি মুক্তিযুদ্ধের পক্ষে অন্যটি বিপক্ষে। বিকল্প কেউ এবার ক্ষমতায় আসলে দেশে একদিনে রক্তের বন্যা বইয়ে যাবে। আগুন সন্ত্রাস হবে। তারা যদি ক্ষমতায় আসে তালেবানি যুগ শুরু হবে। মন্ত্রী রোববার দুপুুরে তাঁর নির্বাচনী এলাকায় নোয়াখালী-৫ কোম্পানীগঞ্জ-কবিরহাট আসনের বসুরহাট উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে কুচাতাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কবিরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা, কবিরহাট উপজেলা চেয়ারম্যান শিউলি একরাম, পৌর মেয়র জহিরুল হক রায়হান প্রমূখ উপস্থিত ছিলেন।