হাতিয়ায় আ’লীগ প্রার্থীর সমর্থনে নির্বাচনী পথসভা
হাতিয়া প্রতিনিধি: নোয়াখালী-৬ হাতিয়া আসনের আওয়ামীলীগ প্রার্থী আয়েশা ফেরদাউসের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোনাদিয়া ইউনিয়ন চেয়ারম্যান নূর ইসলামের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি মোহাম্মদ আলী।
এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাহাবুব মোরশেদ লিটন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মহিউদ্দিন আহম্মদ, পৌর মেয়র এ. কে. এম. ইউছুফ আলী, হাতিয়া যুবলীগের যুগ্ম আহবায়ক নুরল আফছার রাহাত ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
এই সময় বক্তাগণ বর্তমান সরকারের আমলে বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে সকল ভেদাভেদ ভুলে আওয়ামীলীগের অসম্পূর্ণ কাজ সমাপ্ত করতে নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে এলাকার উন্নয়নের গতি ধারাবজায় রাখার আহ্বান জানান। বক্তারা আরো বলেন আওয়ামীলীগ প্রার্থী আয়েশা ফেরদাউসকে নির্বাচিত করলে হাতিয়ার আরো উন্নয়ন হবে বলে আশাব্যক্ত করেন। পাশাপাশি আওয়ামী সংগঠনকে মানুষের সংগঠনে পরিণত করার জন্য, দলের প্রত্যেক নেতৃবৃন্দ, সমর্থক ও শুভাকাঙ্খিদের সঙ্গে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে এটাকে আরো মজবুত করার জোর ত্যাগিত দেন।