সোনাইমুড়ীতে লাঙ্গলের প্রচারণায় ফারুক
সোনাইমুড়ী প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে মহাজোটের শরিক দল জাতীয় পার্টির মনোনিত প্রার্থী, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান ও সম্মিলিত জাতীয় জোটের শীর্ষ নেতা আলহাজ¦ আবু নাছের ওয়াহেদ ফারুক লাঙ্গল মার্কার প্রচারণা চালিয়েছেন। শনিবার দুপুরে সোনাইমুড়ী পৌর বাজারে জোটের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন ও ব্যবসায়ীদের কাছে লাঙ্গল মার্কায় ভোট চান। এসময় তার সাথে ছিলেন জাতীয় ইসলামী মহাজোটের মুখপাত্র ক্বারী আসাদুজ্জামান, সহকারী মুখপাত্র মুফতি মোরশেদ, কো-চেয়ারম্যান মাওলানা আনিসুর রহমান, প্রচার সম্পাদক এম এম ফয়েজ উল্যাহ পাঠান, দপ্তর সম্পাদক ডা. বি এম হারুনুর রশিদ, সহদপ্তর সম্পাদক মুফতি আব্দুল্যাহ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্যাহ সাকী, পৌরসভা জাতীয় পার্র্টির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ জোটের নেতাকর্মীরা।