মাইজদীতে দোকান পুড়ে ছাই
স্টাফ রিপোর্টার: নোয়াখালী জেলা শহর মাইজদীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে দুইটি ফার্মেসীর মূল্যবান ওষধ ও নগদ টাকা পুড়ে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থদের। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মাইজদী পৌর বাজার এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্থ মায়া ফার্মেসীর পরিচালক মো. শহিদ জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে তারা দোকান বন্ধ করে পাশ^বর্তীবাসায় চলে যান। রাত সাড়ে ৩টার দিকে দোকান থেকে আগুনের লেলিহান দেখতে পেয়ে দ্রুত ছুঁটে এসে স্থানীয় লোকজন নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তারা। পরে খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ঘন্টা চেষ্টার পর আগুন
নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগে মায়া ফার্মেসী সম্পূর্ণ ও হেনা ফার্মেসীতে থাকা মূল্যবান ওষধ ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। এতে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবী করেন তিনি। মাইজদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্থ দোকান গুলো থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ২০লাখ টাকার মালামাল উদ্ধার করেছে।